價格:免費
更新日期:2019-03-03
檔案大小:4.5M
目前版本:1.2
版本需求:Android 5.0 以上版本
官方網站:http://amaderlab.com/
Email:islam.touhid.20@gmail.com
聯絡地址:隱私權政策
কবীরা গুনাহ বা সগীরা গুনাহের পরিচয়, কবীরা গুনাহ মাফের দোয়া, কবিরা গুনাহ থেকে রক্ষা পাওয়ার উপায় , কুরআন ও হাদীসের আলোকে ১০০টি কবীরা গুনাহ, গুনাহ থেকে বেঁচে থাকার ১০টি সহজ উপায় এবং কবীরা গুনাহ ও তাওবার সঠিক উপায় এই সব বিষয় নিয়ে সাজিয়েছে আমাদের এই কবিরা গুনাহ(Kobira gunah) অ্যাপটি। কবিরা গুনাহ সমূহ হতে নিজেকে মুক্ত রাখুন এই কবিরা গুনাহ ও মুক্তির উপায় অ্যাপটি সাথে রেখে। মহান আল্লাহ্র নির্দেশের পরিপন্থী হয় এমন সকল কাজকেই ইসলামে গুনাহ হিসেবে বিবেচনা করা হয়। গুনাহ দুই প্রকার কবীরা গুনাহ ও সগীরা গুনাহ। কবীরা গুনাহ থেকে মাফ পেতে চাইলে তওবা করতে হয়। যদি কবীরা গুনাহ থেকে বেঁচে থাকা যায় তবে আল্লাহ্ পাক সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। তম্মধ্যে কোনটি লঘু পাপ আবার কোনটি গুরু পাপ সেটি অনেকেই জানেন না । মুসলমান অথচ কবিরা গুনাহ কি জানেন না এমন মানুষ হয়ত অনেকই রয়েছেন। সেজন্য কোন কাজ করলে মহাপাপ হবে আর কোনটি করলে মহাপাপ হিসেবে গণ্য হবেনা সেটা বুঝতে পারেন না। অন্য দিকে কেউ কেউ ফরযের কোন ধার ধারে না থেকে সামান্য সওয়াবের ব্যাপারকে ফরযের চাইতেও বেশি মূল্য দিয়ে থাকেন।
কোরআন শরীফে বর্ণিত আছে যে মৃত্যুর পর পরই বান্দার কবরের সউয়াল জউয়াব এর জন্য দুইজন ফেরেশতা আসবেন । যদি তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে কেউ দিতে পারে তবে তার জন্য কবরের আজাব এর পরিবর্তে জান্নাতের সাথে সংযোগ করে দেয়া হবে, আর যদি প্রশ্নের উত্তর সঠিক ভাবে কেউ দিতে না পারে তবে সেই মুহূর্ত থেকেই কবরের আযাব শুরু হয়ে যাবে । কবিরা গুনাহ ও শিরক মুক্ত জীবন-যাপন করতে পারলে পরকালে কবরের আজাব ও জাহান্নামের শাস্তি থেকে মুক্তি ও জান্নাত পাওয়ার আশা করা যেতে পারে। সেজন্য কবীরা গুনাহ বা বড় গুনাহ থেকে কীভাবে মুক্ত থাকা যায় সেই উদ্দেশ্যেই কবিরা গুনাহ অ্যাপ টি তৈরি করা হয়েছে।
আল্লাহ্ পাক পবিত্র কোরআনে বলেছেন (সূরা আন-নিসা-৩১) ‘যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বিষয়গুলো থেকে বিরত থাকতে পার, তবে আমি তোমাদের ত্রুটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাব।‘ আমরা অনেকেই দৈনন্দিন জীবনে আমরা নিজের অজান্তেই অনেক গুনাহ করে ফেলি । নামাজ পড়ার সময়, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়, বাবা মায়ের সাথে আচার ব্যাবহার করার সময়। এছাড়াও আরো অনেক কারনে আমরা আমাদের গুনাহর খাতাটা বেড়ে যায় । সেজন্য কবিরা গুনাহ সম্পর্কে সচেতনতা তৈরী করার জন্য আমাদের এই অ্যাপ তৈরি করা হয়েছে। আমাদের এই অ্যাপের অন্যতম সুবিধা হল এটি ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবেন।
তাছাড়া এই অ্যাপ ব্যবহার করে কবীরা গুনাহ মাফের দোয়া বা কবিরা গুনাহ থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে জানতে পারবেন। আল্লাহর সাথে শিরক করলে, মানুষ হত্যা করলে, সালাত ত্যাগ করলে বা মাতা-পিতার অবাধ্য হলে কি গুনাহ হয় এবং এই কবিরা গুনাহ মাফের আমল সম্পর্কে জানতে পারবেন।
আশাকরি আমাদের এই অ্যাপটি আপনাদের উপকারে আসবে । আজই এই অ্যাপ টি ডাউনলোড করে কবিরা ও সগীরা গুনাহ সম্পর্কে অবগত হোন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ যেন তারাও কিভাবে এই গুনাহ থেকে বাঁচা যায় সে সম্পর্কে জানতে পারে।
Using this Kobira gunah app, you can learn about the way to escape from sin.